পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলিনবাবরে পয়লাভ 8。 HBB BBBDD DD BBD DDDDDDS BBBDS BBDD DD BDD DD কলবো না—সে বউ সেইখানেই থাকবে; তার পর, একটি ছেলে হলে, তখন সব তোমায় ভেঙ্গে বলবো। হাজার হোক তুমি সীলোক বই ত মও—সতীন হয়েছে শনলে পাছে এখন তুমি দুঃখ পাও—সেই ভেবেই গোপন করেছিলাম আর কি "—বলিয়া পলিন अनमिरक भेष स्नाद्देब्रा आयाङ्ग ठाञाक प्लेनिटङ अन झिल । কিছুক্ষণ পরে, পত্নীর দিকে চাহিয়া দেখিল, সে তখনও কাঠের পতুলের মত সেই এক ভাবেই বসিয়া আছে। বলিল, “রাত হল, শোও, এখনও বসে কেন ?” সশীলা কহিল, “তুমি শোও । আমার জন্যে তোমায় ভাবতে হবে না।” পলিন বলিল, “দিনের বেলা খুব ঘামিয়েছি—এখনও আমার ঘমে পায়নি। তামাকটা খেয়ে নিয়ে, তার পর একখানা চিঠি শেষ করে শোব এখন, তুমি ততক্ষণ শোও না।” সশীলা বলিল, “ওs—চিঠি লিখতে হবে ? তা, আমি এ ঘরে উপস্থিত থাকলে, লে :ার অসুবিধে হবে না ? বেশ প্রাণ খুলে প্রাণের কথা লিখতে পারবে কি ? সে দরকার নেই, আমি ও ঘরে গিয়ে শচ্চি—তুমি নিশ্চিন্দি হয়ে বসে তোমার প্রেমপত্র লেখ।” বলিয়া সশীলা নামিয়া, সজোর পদক্ষেপে কক্ষ হইতে বাহির হইয়া গেল এবং পাশববত্তীর্ণ কক্ষে প্রবেশ করিয়া সশব্দে খিল বন্ধ করিয়া দিল। ৷ ষষ্ঠ পরিচ্ছেদ ॥ স্বামী সীতে কথাবাত্তর্ণ আর বড় নাই। মুখ দেখাদেখিও এক রকম বন্ধ বলিলেই হয়। এই ভাবে এক সপ্তাহ কাটিল। সুশীলাদের শয়নকক্ষ ছিল ত্রিতলে, অন্যান্য সকলে বিতলে বা নীচের ঘরে শয়ন করিত, সতরাং এই দম্পতীর এরপে মন্মান্তিক বিচ্ছেদের সংবাদ কেহ জানিতে পারিল না। 象 繆 প্রতিদিন বিপ্রহরে আহারেব পর, পলিন ঘণ্টা দই আড়াই দিবানিদ্রা উপভোগ করিত। সুশীলা মাঝে মাঝে এটা ওটা লইবার বা রাখিবার জন্য, সে ঘরে প্রবেশ করিত, এবং কাজ সারিয়াই চলিয়া যাইত। আজ বিপ্রহরে এইরপে স্বামীর শয়নকক্ষে প্রবেশ করিয়া, দ্বার হইতে সে দেখিল, স্বামী নিদ্রিত—কিন্তু তাহার বকের উপর কি একটা জিনিষ রহিয়াছে। আস্তে আন্তে শয্যার নিকট গিয়া দেখিল, উহা একখানা কালো মোটা পেণ্টবোড —তাহাতে ইংরাজিতে কি সব ছাপা রহিয়াছে। 態 সশীলা অতি সন্তপণে সেখানি স্বামীর বকে হইতে উঠাইয়া লইয়া দেখিল, তাহার অপর দিকটায়—সেই সন্দেরী “ষোলবছরেী"র ফটোগ্রাফ ! আবার সন্তপণে ফটােগ্রাফখানি স্বামীর বকে রাখিয়া দিয়া সশীলা গহ হইতে নিকান্ত হইয়া গেল । so অপরাহুে পলিন নিদ্রাভঙ্গের পর হাত মুখ ধুইয়া আসিয়া বিছানায় বসিয়া তামাকু সেবন করিতেছিল। সশীলা সেই কক্ষে প্রবেশ করিয়া, স্বামীর শয্যার নিকট দাঁড়াইয়া তীক্ষকণ্ঠে বলিল, “আমি বাপের বাড়ী যাব।” 鷗 পলিন দেখিল, সশীলার মুখ চোখ সফণীত—সে বোধ হয় অনেক কাঁদিয়াছে। বলিল, “হঠাৎ এ মতলব ?” “আমি আর এখানে থাকবো না।” “zकन ? कि झळन ठावाव्र ?” “আমি কার্য সখের কণ্টক হয়ে থাকতে চাইনে!” “কেন, কার আবার সখের কণ্টক হলে তুমি ?”