পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

UfR গল্প-গ্রন্থাবলী uBB DDDDB BBDDS BB BBB DDD DDDD DB BDSDDD DDD BBS व्याख्न छिछाना कीब्रट्णन, “कि देव ?” s বলিলেন, “এ বিয়ে যেমন করে হোক বন্ধ করতেই হবে।” গহিণী বলিলেন, “তা তো বটেই। কিন্তু কি উপায়ে বন্ধ করবে ? কে’দে কেটে, ভয় দেখিয়ে, তুমি আমি দুজনে যদি তাকে বারণ করে চিঠি লিখি তা হলে সে কি শনবে না ?” কত্তা বলিলেন, "মাগীকে নিয়ে হারামজাদা যে রকম মসগলে হয়ে আছে, মানা করলেই যে শনকে,এমন ত বোধ হয় না।" “তবে ?” “সেই কথাই ত ভাবছি। একটা কোন উপায় করতেই হবে। মেম বিয়ে করে নিয়ে এলে, এদেশে তার লাঞ্ছনার সীমা থাকবে না যে ! না দেশী সমাজে, না বিলাতী সমাজে, কোন সমাজেই সে যে মুখ দেখাতে পাবে না। পিতৃপরিষের জলপিন্ডের আশা পর্যন্ত লোপ হবে। দেখ দেখি নচ্ছার বেটার অাক্কেলখানা ! উনি জানেন আমি উদার মহৎ, অামার ভিতরে কোন রকম কুসংস্কার নেই ! আরে, ম-গাঁই না হয় খাই, তাই বলে কি হিন্দুয়ানি ছেড়ে দিয়েছি, আর তোকে মেম বিয়ে করতে অনুমতি দেবো ? কি রত্নই পেটে ধরেছিলে গিন্নী !” গিনী বলিলেন, “তুমি না হয় নিজেই একবার যাবে ? গিয়ে ছেলেকে ধরে নিয়ে আসবে ?” সত্যভূষণবাব পাবে যে বিলাত গিয়াছিলেন, তাহা সুধাংশর পরেই প্রকাশ। কারবার সংসস্ট ব্যাপারে তিন মাসের জন্য একবার তাঁহাকে বিলাতে যাইতে হইয়াছিল। সুতরাং দ্বিতীয় বার বাইতে কোনও আটক নাই। সত্যবাব বলিলেন, “মেরে ধরে তাকে নিয়ে আসবো ? সে কি আর কচি খোকাটি আছে যে গালে একটা চড় কষিয়ে কাণ ধরে হিড়াঁহড় করে টেনে আনবো ? রাস্কেল শয়ার কোথাকার! সীতা সাবিত্রীর পদাঙ্কই সে অনুসরণ করবে! খুজে খুজে কি সীতা সাবিত্রীই বের করেছে বেটা অকাল কুমাণ্ড—বাঃ! শালকে চিনেছেন গোপাল ঠাকুর। সে দেশে চাকরি করা মেয়েরা যে কেমন সীতা সাবিত্রী সে আর জানতে বাকী নেই!" 司 বিলাত প্রবাসকালে স্বামীর ব্রহ্মচৰ্য্য-পালন সম্পবন্ধে গহিণী মাঝে মাঝে পরিহাস করিয়া থাকেন। অন্য সময় হইলে শেষের এই কথাটি লইয়া আজ তিনি স্বামীকে ४कफ़ेद नब्रिशन ना कब्रिज्ञा छ्र्याङ्ग्रउन ना । किन्छू झेश अग्निशरनब्र नभन्न नग्न। उिनि ভীতভাবে বললেন, “সে কি গো? ছড়ি কি তা হলে—গহন্থের মেয়ে নয় ?” কত্তা উত্তেজিত করে বলিলেন, “ককখনো নয়। ও খড়ো ফড়ো সব বটে বাত। দেশে তার খড়োখুড়ি থাকলে, ছলটির সময় সে সেইখানে গিয়ে কাটাতো–কাপ্তেন খুজতে ব্রাইটনে যেত না। তোমার ছেলেটিকে যেমন পেয়েছে গাধারাম ! শুনেছে মন্ত বড়লোকের একমাত্র ছেলে, গে'থে ফেলেছে। বেটা, খাচ্চিস খা, আবার ছাঁদা বেধে আনার দরকার,কি বাপ বামনের ছেলে কিনা, ছাঁদা বাঁধা ভুলতে পারেনি! কয়ক না বিয়ে, করে একবার মজাটি দেখকে। একটি পয়সা দেবো না, ত্যজ্যপত্র করবো। বিয়ের সময় খরচের জন্যে দ্য হাজার টাকা চাই । আঙ্গার দেখনা একবার। হতভাগা পাজি ছাচো হনুমান।” আপিসের বেলা হইয়া যায়। নানাহার করিয়া সত্যবাব আপিসে গেলেন। আহার —পাতের কাছে বসাই সার হইল। গহিণী ত সারাদিন শয্যা লইয়া রহিলেন।