পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৩৯ ) খট। বীপতাল। আমার যাবার সময় হল আমায় কেন রাখিস ধরে, চোখের জলের বঁাধন দিয়ে বাধিসনে আমার মায়া ডোরে । ফুরিয়েছে জীবনের ছুটি, ফিরিয়ে নে তোর নয়ন দুটি, নাম ধরে আর ডাকিসনে ভাই যেতে হবে ত্বর করে । ১২৩ } ইমন কল্যাণ। একতাল।। পথহারা তুমি পথিক যেন গো মুখের কাননে ওগো যাও কোথা যাও ! মুখে ঢলঢল বিবশ ৰিভল পাগল নয়নে ७cशों 5ां७ कां८ब्र फ्रां७ ! কোথা চলে গেছে উদাস হৃদয় কোথা পড়ে আছে ধরণী ।