পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిరి ) হাম্বীর। চৌতাল। গহন ঘন বনে, পিয়াল তমাল সহ কfর ছায়ে, সন্ধ্যা বায়ে, তৃণ শয়নে মুগ্ধ নয়নে রয়েছি বসি। শ্যামল পল্লব ভার অ’tধারে মৰ্ম্মরিছে, বায়ুভরে কাপে শাখা, বকুল দল পড়ে খসি । স্তব্ধ নীড়ে নীরব বিহগ, নিস্তরঙ্গ নদী প্রান্তে অরণ্যের নিবিড় ছায়া। ঝিল্লিমস্ত্রে তন্দ্রাপুর্ণ জলস্থল শূন্যতল, চরাচরে স্বপনের মায়া। নির্জন হৃদয়ে মোর জাগিতেছে সেই মুখশশি ॥১২৭ नऎकिठा । शांभांब्र । সাজাব তোমারে হে ফুল দিয়ে দিয়ে, নানা বরণের বনফুল দিয়ে দিয়ে ;