পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२ ) ভৈরবী ৷ রূপক । সখী, অণপন মন নিয়ে কাদিয়ে মরি, পরের মন নিয়ে কি হবে । আপন মন যদি বুঝিতে নারি পরের মন বুঝে কে কবে । অবোধ মন লয়ে ফিরি ভবে বাসন কঁাদে প্রাণে হাহা রবে, এ মন দিতে চাও দিয়ে ফেল কেন গো নিতে চাও মন তবে ! স্বপন সম সব জেনে মনে, তোমার কেহ নাই ত্রিভুবনে ; যে জন ফিরিতেছে নিজ অtশে, তুমি ফিরিছ কেন কfর পাশে । নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয় দিয়ে শুধু শাস্তি পাও !