পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 5 st ) গন্ধ দিলে হাসি দিলে, ফুরিয়ে গেল খেলা ! ভালবাসা দিয়ে গেল, তাই কি হেলাফেলা । ১৪২ ৷ ভৈরবী । বীপতাল । কেন এলি রে, ভাল বাসিলি, ভালবাসা পেলিনে ! কেন সংসারেতে উকি মেরে চলে গেলিনে । ংসার কঠিন বড় কারেও সে ডাকে না, কারেও সে ধরে রাখে না, ষে থাকে সে থাকে, আর যে ষায় সে যায় go কারে তরে ফিরেও না চায় । হায় হায় এ সংসারে যদি না পূরিল অাজন্মের প্রাণের বাসনা, চলে যাও, স্নানমুখে ধীরে ধীরে ফিরে যাও থেকে ৰেতে কেহ বলিৰে না । > e