পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जत्रूcथ श्रनख ब्रांजि, त्रां भग्नl झुछटन शांखैौ, সম্মুখে শয়ান সিন্ধু, দিগ্বিদিক হারাইয়া । জলধি রয়েছে স্থির, ধূধু করে সিন্ধুতীর, প্রশান্ত সুনীল নীর নীল শূন্তে মিশাইয়া । নাতি সাড়া নাহি শব্দ, মস্ত্ৰে যেন সব স্তব্ধ, রজনী আসিছে ঘিরে, দুই বাহু প্রসারিয়া । S 89 | মিশ্র বাহার। আড়াঠেকা । গা সখি, গাইলি যদি, আবার সে গান, কত দিন শুনি নাই ও পুরাণে তান। কখনো কখনো যবে নীরব নিশীথে একেলা রয়েছি বসি চিন্ত!-মগ্ন চিতে,— চমকি উঠিত প্রাণ কে যেন গায় সে গান স্থই একটি কথা তার পেতেছি গুনিতে ।