পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৩ ) তোমারে মুখে তুলে চাহে না যে থাকৃ সে আপনার গরবে ! ১৩ ॥ মল্লার । রূপক । অtমি, জেনে শুনে বিষ করেছি পান । マラ

প্রাণের অাশা ছেড়ে সঁপেছি প্রাণ । যতই দেখি তারে ততই দহি, আপন মনোজাল। নীরবে সহি, পারিনে দূরে যেতে, মরিতে আসি, লইগো বুক পেতে অনল বীণ ! যতই হাসি দিয়ে দহন করে ততই বাড়ে তৃষা প্রেমের তরে, প্ৰেম-অমৃত ধারা ততই যাচি, যতই করে প্রাণে অশনি দান। ১৪ ৷ কাফি । কাওয়ালি । ভালবেসে যদি সুখ নাহি তবে কেন,