পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8ר כ ) সুদুর কানন হইতে সে যে শুনেছে কাহার ডাক, পার্থীটি উড়িয়ে যাক । মুদিত নয়ন খুলিয়ে আমার সাধের স্বপন যায়রে যায় ; হাসিতে অশ্রুতে গাথিয়া গাথিয়া দিয়েছিমু তার বাহুতে বাধিয়া, আপনার মনে কঁাদিয়া কঁাদিয়া ছিড়িয়া ফেলেছে হায়রে হtয় সাধের স্বপন যায়রে যায় ! যে স্বীয় সে যায় ফিরিয়ে না চায়, ষে থাকে সে শুধু করে হায় হায় ময়নের জল নয়নে শুকান্ন, মরমে লুকায় অাশা ৷