পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( * १e ) বঁাধিতে পারে না অাদরে সোহাগে, রজনী পোহায়, ঘুম হতে জাগে, হাসিয়া কঁাদিয়া বিদায় সে মাগে, আকাশে তাহার বাস । যায় যদি তবে যাক, একবার তবু ডাক ! কি জানি যদি:র প্রাণ র্কাদে তার— তবে থাক্ তবে থাক । ১৭৩ ॥ অাসোয়ারি । না স্বজনি না, আমি জানি জানি, সে আসিবে না। এমনি কঁাদিয়ে পোহাইবে যামিনী, ৰাসন তবু পূরিবে না ;