পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৯২ ) কতু বা সে হেসে চায়, কছু মুখ ফিরায়ে লয় কছু বা সে লাজে সারা, কৰ্ভূ বা বিষাদময়ী, যাব কি কাছে তার শুধাব চরণ ধোরে । ১৯৭ মিশ্র খাম্বাজ । একতাল।। ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা । তার কোলে ফুল পড়ে রয়েছে— সে যে ভুলে গেছে মালা গাথ । শুধু বুকু বুরু বায়ু বহে যায় তার কাণে কাণে কি যে কহে যায়, ভাই আধ” গুয়ে আধ” বসিয়ে ভাবিতেছে কত কথা ! अश्एब्रच्न cकाए५ इजिप्ने আধখানি মুখ ঢাকিয়া,