পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৯৫ ) ষদি কেহ, সখি, দলিয়া যায়! তার পর দিয়া চলিয়া যায় ! শুকায়ে পড়িবে ছিড়িয়া পড়িবে দলগুলি তার ঝরিয়া পড়িবে যদি কেহ সখি দলিয়া যtয় ! আমার কুসুম-কোমল হৃদয় কখনো সহেনি রবির কর, আমার মনের কামিনী-পাপড়ি সহেনি ভ্রমর চরণ ভর, চিরদিন সখি হাসিত খেলিত জোছনা আলোকে নয়ন মেলিত সহসা আজি সে হৃদয় অামার কোথায় সজনি হারিয়েছি । ১৯৯ ॥