পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( Sы” ) কালাংড়া । খেমটা । প্রেমপাশে ধরা পড়েছে দুজনে দেখ দেখ সখি চাহিয়া ! দুটি ফুল খসে ভেসে গেল ওই প্রণয়ের স্রোত বাচিয় । চাদিনী যামিনী মধু সমীরণ, আtধ ঘুম ঘোর, অাধ জাগরণ, চোখোচোখী হতে ঘটালে প্রমাদ, কুহু স্বরে পিক গাহিয়া । দেখ দেথ সখি চাহিয়t । ১৯ ॥ মিশ্র সিন্ধু। একতালা । দিবস রজনী অামি যেন কার অাশায় অাশায় থাকি ! (তাই) চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল অণথি ?