পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২০৩ ) উঠিতে শকতি নাই, যে দিকে ফিরিয়া চাই শূন্ত–শূন্ত—মহাশূন্ত নয়নেতে পরকাশ । কে আছে, কে আছে সখি, এ শ্রান্ত মস্তক মম বুকেতে রাখিবে ঢাকি যতনে জননী সম ! মন, যত দিন যায়, মুদিয়া আসিছে হায়, শুকায়ে শুকায়ে শেষে মাটিতে পড়িবে ঝরি।২০৫ খটু একতালা। বলিগে সজনি যেওনা যেওনা, তার কাছে আর যেওনা যেওনা, সুখে সে রয়েছে সুখে সে থাকুক, মোর কথা তারে বোলনা বোলনা ! আমারে যখন ভাল সে না বাসে পায়ে ধরিলেও বাসিবে না সে, কাজ কি কাজ কি কাজ কি সজনি, মোর তরে তারে দিওনা বেদন ॥২০৬৷৷