পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২১৭ ) কাদিছে সহিছে শত অপমান লাজ মান আর থাকে না । হীনতা লয়েছে মাথায় তুলিয়া, তোমারে ও তাই গিয়াছে ভুলিয়া, দয়াময় বলে আকুল হৃদয়ে তোমারেও তার ডাকে না ৷ তুমি চাও পিতা তুমি চাও চাও, এ হীনতা, পাপ, এ দুঃখ ঘুচাও, ললাটের কলঙ্ক মুছাও মুছাও 爵 নহিলে এ দেশ থাকে না । তুমি যবে ছিলে এ পুণ্য ভবনে কি সৌরভ সুধা বহিত পবনে, কি আনন্দ গান উঠিত গগণে কি প্রতিভা জ্যোতি জলিত । ।