পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२8 ) এরা তোমায় কিছু দেবে না দেবে না মিথ্যা কহে শুধু কত কি ভানে । তুমিত দিতেছ মা যা আছে তোমারি স্বর্ণ শস্য তব, জাহ্নবী বারি, জ্ঞান ধৰ্ম্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে, কিছু না কিছু না মিথ্যা কবে শুধু হীন পরাণে । মনের বেদন রাখ মা মনে, নয়ন বারি নিবার’ নয়নে, মুখ লুকাও মা ধূলি শয়নে, ভুলে থাক যত হীন সস্তানে । শূন্যপানে চেয়ে প্রহর গণি গণি দেখ কাটে কি না দীর্ঘ রজনী, ছঃখ জানায়ে কি হবে জননী, নিৰ্ম্মম চেতনাহীন পাষাণে । ২১ ৭ ॥