পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २e२ ) বাল্মীকি। শিকারে হবে যেতে আয়রে সাথে । প্রথম। ওরে রাজা কি বল্‌চে শোন । সকলে। শিকারে চল তবে ! সবারে আন ডেকে যত দলবল সবে । ২৫০ ॥ (বাল্মীকির প্রস্থান) ইমন কল্যাণ । এই বেলা সৰে মিলে চলহো, চলহে, ছুটে আয়, শিকারে কেরে যাবি আয়, এমন রজনী বহে যায় যে, ধনুবাণ বল্লম লয়ে হাতে আয় আয় আয় আয়। বাজ। শিক্ষা ঘন ঘন শব্দে কঁাপিবে বন আকাশে ফেটে যাবে, চমকিবে পশু পার্থী সবে, ছুটে যাবে কাননে কাননে, চারিদিকে ঘিরে যাব পিছে পিছে হে হে হো হো ! ২৫১ ॥