পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & & ) সিন্ধু । কাওয়ালি । নিমেষের তরে সরমে বাধিল মরমের কথা হোল না ! জনমের তরে তাহারি লাগিয়ে রহিল মরম-বেদন । চোখে চোখে সদা রাখিবারে সাধ, পলক পড়িল, ঘটিল বিষাদ, মেলিতে নয়ন মিলাল স্বপন, এমনি প্রেমের ছলনা । ২৮ ॥ কাফি । কাওয়ালি । সেই শাস্তি ভবন ভুবন কোথা গেল ! সেই রবি শশি তারা, সেই শোকশাস্ত সন্ধ্যা সমীরণ, সেই শেfভা, সেই ছায়া, সেই স্বপন ।