পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২৬৯ ) এসন এ দীন জন কুটীরে । যে বীণা শুনেছি কানে, মনপ্রাণ আছে ভোর, আর কিছু চাহিনা চাহিনী । ২৭• ॥ (লক্ষ্মীর অন্তর্ধান বাল্মীকির প্রস্থান।) ( বনদেবীগণের প্রবেশ । ) ভৈ রে"। বাণী বীণাপাণি করুণাময়ী । অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে, দরশ দিয়ে লুকালে কোথা দেবি অরি! স্বপন সম মিলাবে যদি কেন গো দিলে চেতনা, চকিতে শুধু দেখা দিয়ে চির মরম বেদন, তোমাৱে চাহি ফিরিছে হের কাননে কাননে ওই। 1. በ Uፃ» ፬