পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২৭৩ ) গলাতে পাষাণ তোর মন, কেন, বৎস, শোল তাহ, শোন ! আমি বীণাপাণি, তোরে এসেছি শিখাতে গান । তোর গানে গোলে যাবে সহস্ৰ পাষাণ-প্ৰাণ । যে রাগিণী শুনে তোর গ’লেছে কঠোর মন, সে রাগিণী তোরি কণ্ঠে বাজিবে রে অনুক্ষণ । অধীর হইয়া সিন্ধু কাদিবে চরণ-তলে, চারি দিকে দিক-বধু আকুল নয়ন-জলে । মাথার উপরে তোর কাদিবে সহস্র তারা, অশনি গলিয়া গিয়া হইবে অশ্রীর ধারা । যে করুণ রসে আজি ডুবিল রে ও হৃদয়, শত-স্লোতে তুই তাহা ঢালিবি জগতময়। ঘেথায় হিমাদ্রি আছে সেথা তোর নাম র:বে, যেথায় জাহ্লবী বহে তোর কাব্য-জোত ব’বে । >b"