পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২৯৩ ) কোথা তাপহারী পিপাসার বারি হৃদয়ের চির আশ্রয় । ২৮৯ ॥ রাগিণী সিন্ধু-তাল भ६Tगfन ! এ পরবাসে রবে কে হায়! কে রবে এ সংশয়ে সন্তাপে শোকে । হেথ কে রাখিবে দুখ ভয় সঙ্কটে তেমন আপন কেহ নাহি এ প্রাস্তরে, হায়রে । { २६9 ● | রাগিণী ইমন—তাল আড়াঠেকা । এ মোহ আবরণ খুলে দাও দাও হে। সুন্দর মুখ তব দেখি নয়ন ভরি, চা ও হৃদয় মাঝে চাও হে ৷ ২৯১ ॥