পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२8 ) রাগিণী হাম্বীর—তাল চৌতাল । এসেছে সকলে কত আশে, দেথ চেয়ে চে” প্ৰাণেশ, ডাকে সবে ঐ তোমারে। এস হে মাঝে এস কাছে এস, তোমায় ঘিরিব চারি ধারে । উৎসবে মাতিব হে তোমায় লয়ে ডুবিব আনন্দ পারাবারে। ১৯২ ॥ রাগিণী বিভাস—তাল চৌতাল । ওঠ ওঠরে—বিফলে প্রভাত বহে যায় যে, মেল অ’াখি, জাগ জাগো, থেকনারে অচেতন । সকলেই তার কাজে ধাইল জগত মাঝে, জাগিল প্রভাত বায়ু, ভানু ধাইল আকাশ পথে । একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু – একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে ।