পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২৯৮ ) পথ বলে দাও পথ বলে দী ও কে জানে কারে ডাকি সঘনে । বন্ধু যাহারা ছিল সকলে চলে গেল কে আর রহিল এ বনে । (ওরে) জগত-সখা আছে, যা’রে র্তার কাছে, বেলা যে যায় দিছে রোদনে । দাড়ায়ে গৃহ-দ্বারে জননী ডাকিছে আয়রে ধরি তার চরণে, পথের ধূলি লেগে অন্ধ অ’াখি মোর মায়েরে দেখেও দেখিলিনে ! কোথাগে। কোথা তুমি, জননি, কোথ৷ তুমি, ডাকিছ কোথা হতে এ জনে, হাতে ধরিয়ে সাথে লয়ে চল তোমার অমৃত-ভবনে। ২৯৫ ॥