পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( \O o o ) ধূলায় মলিন বাস, অ’াধারে পেয়েছি ত্রাস, মিটাতে প্রাণের তৃষা বিষাদ করেছি পান ॥ খেলিতে সংসারের খেলা কাতরে কেঁদেছি হায়, হারায়ে আশার ধন আশ্রবারি ব’হে যায় ; ধূলাঘর গড়ি যত ভেঙ্গে ভেঙ্গে পড়ে তত, চলেছি নিরাশ মনে, সাত্বন কর গো দান । ২৯৭ রাগিণী মিশ্র মল্লার—তাল রূপক । চলেছে তরণী প্রসাদ পবনে, কে যাবে এসহে শাস্তি ভবনে । এ ভব সংসারে ঘিরেছে অর্ণ ধারে, কেনরে ব’সে হেথা স্নান মুখ ! প্রাণের বাসন হেথায় পূরে না, হেথায় কোথা প্রেম কোথা সুখ ।