পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩০১ ) এ ভব কোলাহল, এ পাপ হলাহল, এ দুখ শোকানল দূরে যাক, সমুথে চাহিয়ে পুলকে গাহিয়ে চলরে শুনে চলি তার ডাক, বিষয় ভাবনা লইয়া যাব না, তুচ্ছ মুখ দুখ পড়ে থাক । ভবের নিশীথিনী ঘিরিবে ঘনঘোরে তখন কার মুখ চাহিবে । সাধের ধনজন দিয়ে বিসর্জন, কিসের আশে প্রাণ রাখিবে । ২৯৮ ॥ রাগিণী ইমন কল্যাণ—তাল চৌতাল । ডাকি তোমারে কাতরে, দয়া কর দীনে, রাখহে রাখহে অভয় চরণে ।