পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిe 6 ) বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহ-বেদন । দরশন নেব তবে চলে যাব জনেক দিনের বাসনা । নাথ নাথ বলে ডাকিব তোমাtরে চাহিব হৃদয়ে রাখিতে, কাতর প্রাণের রেদিন শুনিলে আর কি পারিবে থাকিতে । ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়ন বারি হে । আর উঠিব না, পড়িয়া রহিব চরণ তলে তোমারি হে ॥ ৩e ৪ ॥ ভজন—তাল ছেপকা । তোমারেই প্রাণের অtশা কহিব । ইe