পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( .৩২৩ ) এত প্রেম আমি কোথা পাব নাৰ তোমারে হৃদয়ে রাধিতে । আার কারে। পানে চাহিব না আর করিব হে অামি প্রাণপণ, তুমি যদি বল ཨ་ཝ་(ཧཱ করিব বিষয় বাসনা বিসর্জন ! ৩২৪ ॥ রাগিণী বিভাষ—তাল বীপতাল । , রজনী পোহাইল, চলেছে যাত্রীদল আকাশ পুরিল কলরবে, সবাই বেতেছে মহোৎসবে। কুসুম ফুটেছে বনে, গাহিছে পার্থীগণে, এমন প্রভাত কি আর হবে । নিদ্রা আর নাই চোখে, বিমল অরুণালোকে জাগিয়া উঠেছে আজি সবে।