পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( לססי ) কত মোছ, কত পাপ, কত শোক, কত তাপ, কত যে সহুেছি আমি, তোমারে কব সে কথা ! যে শুভ্র জীবন তুমি মোরে দিয়েছিলে সখা, দেখ আজি কত তাহে পড়েছে কলঙ্ক-রেখা ! এনেছি তোমারি কাছে, দ্বীও তাঁহা, দাও মুছে, নয়নে ঝরিছে বারি, সভয়ে এসেছি পিতা ! দেখ, দেব, চেয়ে দেখ, হৃদয়েতে নাহি বল, ংসারের বায়ুবেগে করিতেছে টলমল, ' লহ সে হৃদয় তুলে, রাখ’ তব পদমূলে, সারাট বরষ যেন নিৰ্ভয়ে সে রহে সেথা ! ৩৪• ॥ রাগিণী দেশ সিন্ধু—তাল ঠুংরি । ংশয় তিমির মাঝে না হেরি গতি হে । প্রেম আলোকে প্রকাশ” জগপতি ছে।