পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిరిరి ) ফেলিয়া শোকের ছায়া মৃত্যু ফিরে পায় পায়, যতনের ধন যত কেড়ে কেড়ে নিয়ে যায়। তবু সে মৃত্যুর মাঝে অমৃত মুরতি রাজে মৃত্যুশোক পরিহরি ওই মুখ পানে চাই । তোমার আশ্বাস বাণী শুনিতে পেয়েছি প্ৰভু মিছে ভয় মিছে শোক আর করিব না কভু । হৃদয়ের ব্যথা কব, অমৃত যাচিয়া লব, তোমার অভয় কোলে পেয়েছি পেয়েছি ঠাই ॥৩৩২ রাগিণী মিশ্র—তাল বীপতাল । হাতে লয়ে দীপ অগণন চরাচর কার সিংহাসন নীরবে করিছে প্ৰদক্ষিণ ? চারি দিকে কোটি কোটি লোক, লয়ে নিজ মুখ দুঃখ শোক চরণে চাহিয়া চিরদিন।