পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ૭8ક્ત ) রাগিণী মিশ্র বিভাস —তাল আড়াঠেকা । এবার বুঝেছি সখা এ খেলা কেবলি খেলা। " মানব জীবন লয়ে এ কেবলি অবহেলা । তোমারে নহিলে আর ঘুচিবেন হাহাকার কি দিয়ে ভুলায়ে রাখ কি দিয়ে কাটাও বেলা । বৃথা হাসে রবি শশি বৃথা আসে দিবানিশি, সহসা পরাণ র্কাদে শূন্য হেরি দিশিদিশি ! তোমারে খুঁজিতে এসে কি লয়ে রয়েছি শেষে, ফিরিগো কিসের লাগি এ অসীম মহামেলা । ৩৪৭ রাগিণী শঙ্কর—তাল বীপতাল । কি ভয় অভয় ধামে, তুমি মহারাজা, ভয় যায় তব নামে । নিৰ্ভয়ে অযুত সহস্ৰ লোক ধায়হে গগনে গগনে সেই অভয় নাম গায় হে ।