পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిd e )

  • রাগিণী বেহাগ—তাল যৎ r

কেন জাগে না জাগে না আবশ পরাণ । নিশিদিন অচেতন ধূলি-শয়ান । জাগিছে তারা নিশীথ আকাশে জাগিছে শত অনিমেষ নয়ান । বিহগ গাহে বনে ফুটে ফুলরাশি, চন্দ্রমা হাসে সুধাময় হাসি । তব মাধুরী কেন জাগেনা প্ৰাণে কেন হেরি মা তব প্রেম-বয়ান ! পাই জননীর অযাচিত স্নেহ ভাই ভগিনী মিলি মধুময় গেহ। কত ভাবে সদা তুমি আছ হে কাছে কেন করি তোমা হতে দূরে প্রয়াণ । ৩৫০ ॥ রাগিণী টোঁড়ি—তাল একতাল।। গfও বীণা, বীণা গাওরে। -