পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७७२ ' ) উঠে সঙ্গীত তোমার পানে, গগন পূর্ণ প্রেম গানে, তোমার চরণ করেছে বরণ নিখিল জন। ৩৬৪৷৷ রাগিণী কাফি—তাল যং । তfর” তার হরি দীন জনে । ডাক তোমার পথে করুণাময় পুজন সাধন-হীন জনে । অকুল সাগরে না হেরি ত্রাণ, পাপে তাপে জীর্ণ এ প্রাণ, মরণ মাঝারে শরণ দাওহে রাখ এ দুৰ্ব্বল ক্ষীণ জনে । বেরিল যামিনী নিভিল আলো, বৃথা কাজে মম দিন ফুরালো, পথ নাহি প্ৰভু পাথেয় নাহি, ডাকি তোমারে প্রাণপণে ।