পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిఅని ) দেখিব তোমারে গৃহ মাধ্যারে, জননী স্নেহে ভ্ৰাতৃ প্রেমে, শত সহস্র মঙ্গল বন্ধনে । হেরিব উৎসব মাঝে, মঙ্গল কাজে, প্রতিদিন হেরিব জীবনে । হেরিব উজ্জ্বল বিমল মুৰ্ত্তি তব শোকে দুঃখে মরণে, ছেরিব সজনে নরনারী মুখে হেরিব বিজনে বিরলে ছে গভীর অস্তরে আসনে । ৩৭১ ॥ গৌড়সায়ং—তাল চৌতাল । । পেয়েছি সন্ধান তব অন্তর্যামী, অস্তরে দেখেছি তোমারে । $ চকিতে চপল অালোকে হৃদয় শতদল মাঝে হেরিকু এ কি অপরূপ রূপ । কোথা ফিরিতেছিলাম পথে পথে দ্বারে দ্বারে, মাতিয়া কলরবে । 象峪