পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ૭/8 ) নাচারী তোড়ি—ধামার । নুতন প্রাণ দাও প্রাণসখা, আজি স্বপ্রভাতে । বিষাদ সব কর দূর নবীন আননো, প্রাচীন রজনী নাশে নুতন উধালোকে। ৩৯২ ॥ বিভাস চৌতাল । জাগ্ৰত বিশ্ব-কোলাহলমাঝে তুমি গম্ভীর, স্তব্ধ, শান্ত, নিৰ্ব্বিকার, পরিপূর্ণ মহাজ্ঞান। তোমাপামে থায় প্রাণ সব কোলাহল ছাড়ি, চঞ্চল নদী যেমন ধায় সাগরে ৩৯৩ ভৈরবী-চৌতাল । কেমনে ফিন্থিয়া যাও না দেখি তাহারে। কেমনে জীবন কাটে চির অন্ধকারে ।