পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8b ) সারা দিন গাথি গান কারে চাহে গাহে প্রাণ, তরু তলের ছায়ার মতন বসে আছি ফুল বনে । ৪৭ ৷৷ যোগিয়া বি ভাস—একতাল।। আজি শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায় ! ওই শেফালির শাখে কি বলিয়া ডাকে বিহগ বিহগী কি যে গায় ! আজি মধুর বাতাসে হৃদয় উদাসে রছে ন! আবাসে মন হায় ! কোন কুমুমের আশে, কোন ফুলবাসে সুনীল আকাশে মন ধায় ! আজি কে যেন গো নাই এ প্রভাতে তাই জীবন বিফল হয় গো !