পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७8 ) বেঁধে তীয় রেখে দিব কুসুম বনে সখিরে নিয়ে যেতে দেবন! ॥ ৬৪ ॥ মিশ্রবেহাগ—খেমটা । সখি সে গেল কোথায়, তারে ডেকে নিয়ে অtয় । দাড়াব ঘিরে তারে তরুতলায় । আজি এ মধুর সাঝে, কাননে ফুলের মাঝে হেসে হেসে বেড়াবে সে দেখিব তায় । আকাশে তার ফুটেছে, দখিনে বার্তাস ছুটেছে পাথিটি ঘুমঘোরে গেয়ে উঠেছে। আয়লো আনন্দময়ি মধুর বসন্ত লয়ে লাবণ্য ফুটাবিলো তরুলতায় ॥ ৬৫ ॥ মুলতালি—কাওয়ালী। কোথা ছিলি সজনিলো, মোর। যে তোরি তরে বসে আছি কাননে এস সখি এস হেথা বসি বিজনে