পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

व्विांभितः C所 সে (* ( १४ ) হাসি তার রেখে গেছে রে, মনে হল অ্যাথির কোণে আমায় যেন ডেকে গেছে সে ! কোথায় যাব কোথায় যাব, ভাবৃতেছি তাই একলা বা সে ! চাদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর ! প্রাণের কোথা দুলিয়ে গেল ফুলের ডোর । কুসুম বনের উপর দিয়ে কি কথা যে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল !