পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( tyరి ) ভৈরবী । একতাল । হেদেগো নন্দরাণী, অামাদের শ্রীমকে ছেড়ে দাও । আমরা রাখাল বালক দাড়িয়ে স্বাক্সে অামাদের শু্যামকে দিয়ে যাও ॥ হের গো, প্রভাত হল স্থর্ষ্যি ওঠে ফুল ফুটেছে বলে, আমরা শু্যামকে নিয়ে গোষ্ঠে ষাব অাজ করেছি মনে । ও গো পীতধড়া পরিয়ে তারে কোলে নিয়ে আয়, তার হাতে দিয়ে মোহন বেণু নুপুর দিয়ে পায়। রেীদের বেলায় গাছের তলায় । নাছৰ মোরা সবাই মিলে