পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( సెరి ) মরমে মুরছিয়া মিলাতে চাবে হিয়৷ সেই চরণ-যুগ-রাজীবে । ৯১ ॥ মিশ্র সিন্ধু । একতাল।। ঐ বুঝি বাশি বাজে । বনমাঝে, কি মনমাঝে ? বসন্ত বায় বহিছে কোথায় কোথায় ফুটেছে ফুল ! বল গো সজনি, এ স্থখ রজনী কোনখানে উদিয়াছে ? বনমাঝে কি মনমাঝে ? যাব কি যাবনা মিছে এ ভাবনা মিছে মরি লোকলাজে । কে জানে কোথা সে বিরহ হতাশে ফিরে অভিসার-সাজে, বনমাঝে কি মনমাঝে ? ৯২ ৷৷