- ح------- ص--- ص--مصحیی میيسی -
AA AeAeMAeSA SAAAAS AAAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA MAAA S AAAAA AAAA AAAA S AAAAA MAAA AAAASAAAS
গান > し°
AAAAA S AAAAA AAAA AAAAeeMMS eAMS AAAAA AAAA AAAA AAAAA
বিধুর বিকল হয়ে ক্ষ্যাপা পবনে
ফাগুন করিছে হা হা ফুলের বনে ।
আমি যত বলি—“তবে
এবার যে যেতে হবে”,
দুয়ারে দাড়ায়ে বলে “না, না, না ৷”
বিদায় করেছ যারে নয়ন জলে, এখন ফিরাবে তারে কিসের ছলে ॥ আজি মধু সমীরণে নিশীথে কুসুম-বনে,
তাহারে পড়েছে মনে বকুল-তলে, এখন ফিরাবে তারে কিসের ছলে ॥ সেদিনে ত মধুনিশি প্রাণে গিয়েছিল মিশি, মুকুলিত দশদিশি কুসুম-দলে ; দুটি সোহাগের বাণী যদি হত কানাকানি, যদি ওই মালাখনি পরাতে গলে ।
এখন ফিরাবে আর কিসের ছলে ॥ মধুরাতি পূর্ণিমার ফিরে আসে বার বার,
সে জন ফেরে ন! আর যে গেছে চলে’ । ছিল তিথি অনুকুল, শুধু নিমেষের ভুল,
চিরদিন তৃষাকুল পরাণ জ্বলে । এখন ফিরাবে তারে কিসের ছলে ॥
পাতা:গান-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৩
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
