এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বাল্মীকি-প্রতিভা RNව
( সরস্বতীর আবির্ভাব )
ভূপালী বাল্মীকি।—এ কি এ, এ কি এ, স্থির চপলা ।
কিরণে কিরণে হ’ল সব দিক উজলা ! কি প্রতিমা দেখি এ,
জোছনা মাখিয়ে,
কে রেখেছে আঁকিয়ে,
আ মরি কমল-পুতলা !
ব্যাধগণের প্রস্থান
( বনদেবীগণের প্রবেশ )
বনদেবী।—নমি নমি ভারতী, তব কমল-চরণে
পুণ্য হ’ল বনভূমি, ধন্য হ’ল প্রাণ ! বাল্মীকি।–পূর্ণ হ’ল বাসনা, দেবী কমলাসন,
ধন্য হ’ল দস্থ্যপতি, গলিল পাষাণ । বনদেবী।—কঠিন ধরাভূমি এ, কমলালয়া তুমি যে,
হৃদয়-কমলে চরণ-কমল কর দান । বাল্মীকি।—তব কমল-পরিমলে, রাখ যদি ভরিয়ে,
চিরদিবস করিব তব চরণ-সুধা পান ।
[ দেবীগণের অন্তধান