8ર গান
ASAe AeS SeAeMAS AeAeSAeMMeSAeH SAS SSAS SSAS SSAS SSAS SeAeSeSA SAeSAeAeAeASAeAAASA SAAAAA
অশোক। বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়,
এ কি ঘোর প্রেম অন্ধ রাহু প্রায়,
জীবন যৌবন গ্রাসে !
অমর ও কুমার। তবে কেন,
তবে কেন মিছে এ কুয়াশা !
বেহাগড়া—বীপতাল মায়াকুমারীগণ । দেখ চেয়ে, দেখ ঐ কে আসিছে।
চাদের আলোতে কার হাসি হাসিছে । হৃদয়-দুয়ার খুলিয়ে দাও, প্রাণের মাঝারে তুলিয়ে লও,
ফুলগন্ধ সাথে তার সুবাস ভাসিছে ।
প্রমদা ও সর্থীগণের প্রবেশ
মিশ্র ঝিঝিট-খেম্টা প্রমদা । সুখে আছি, সুখে আছি ( সখা, আপন মনে । ) প্রমদা ও সখীগণ । কিছু চোয়ে না, দূরে যেয়ে না,
শুধু চেয়ে দেখ, শুধু ঘিরে থাক কাছাকাছি। প্রমদা । সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ ।
রচিয়া ললিত মধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাথিয়া রেখে যাবে মালা গাছি । প্রমদা ও সখীগণ । মন চেয়ে না, শুধু চেয়ে থাক,
শুধু ঘিরে থাক কাছাকাছি। প্রমদা । মধুর জীবন, মধুর রজনী, মধুর মলয় বায় !
এই মাধুরী-ধারা বহিছে আপনি, কেহ কিছু নাহি চায়।
পাতা:গান-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৮
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
