এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
88 গান
AASAASAA AAASA SAASAASAASAA AAAA SAAAAA AAAAeS SSAS SSAS
কোন্ চাদ হেসে চাহে, কোন পাখী গান গাহে, কোন সমীরণ বহে লতা-বিতানে ।
মিশ্র রামকেলী—তাল ফের্তা প্রমদা । দূরে দাড়ায়ে আছে,
কেন আসে না কাছে ! যা, তোরা যা সখি, যা শুধাগে, ঐ আকুল অধর আঁখি কি ধন যাচে । সখীগণ । ছি, ওলো ছি, হল কি, ওলো সখি !
প্রথমা। লাজ বাধ কে ভাঙিল, এত দিনে সরম টুটিল ! তৃতীয়া । কেমনে যাব, কি শুধাব । প্রথম । লাজে মরি, কি মনে করে পাছে ! প্রমদা । যা, তোরা যা সখি, যা শুধাগে,
ওই আকুল অধর আঁখি কি ধন যাচে
কালাংড়া-খেম্ট মায়াকুমারীগণ । প্রেম-পাশে ধরা পড়েছে দুজনে,
দেখ দেখ সখি চাহিয়া । দুটি ফুল খসে ভেসে গেল ওই,
প্রণয়ের স্রোত বাহিয়া !
মিশ্র সুরট—একতাল সখীগণ । (অমরের প্রতি) ওগো, দেখি, আঁখি তুলে চাও,
তোমার চোখে কেন ঘুমঘোর !