পাতা:গীতবিতান.djvu/১০৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯২৮
পরিশিষ্ট ১

অমর।  ছিলাম একেলা আপন ভুবনে এসেছি এ কোথায়।
হেথাকার পথ জানি নে, ফিরে যাই।
যদি সেই বিরামভবন ফিরে পাই।

প্রস্থান


প্রমদা।  সখী, ওরে ডাকো ফিরে।  মিছে খেলা মিছে হেলা কাজ নাই।
সখীগণ।  অধীরা হোয়ো না সখী!
আশ  মেটালে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে।

প্রস্থান



ষষ্ঠ দৃশ্য


অমর ও শান্তা


অমর।  আমার  নিখিল ভুবন হারালেম আমি যে।
বিশ্ববীণার রাগিণী যায় থামি যে।
গৃহহারা হৃদয় যায়  আলোহারা পথে হায়—
গহন তিমিরগুহাতলে যাই নামি যে।
তোমায়ই নয়নে সন্ধ্যাতারার আলো,
আমার পথের অন্ধকারে জ্বালো জ্বালো।
মরীচিকার পিছে পিছে  তৃষ্ণাতপ্ত প্রহর কেটেছে মিছে।
দিন-অবসানে তোমারই হৃদয়ে
শ্রান্ত পান্থ অমৃততীর্থগামী যে।
শান্তা।  ভুল কোরো না গো, ভুল  কোরো না, ভুল
কোরো না ভালোবাসায়।
ভুলায়ো না, ভুলায়ো না, ভুলায়ো না নিষ্ফল আশায়।
বিচ্ছেদদুঃখ নিয়ে আমি থাকি,  দেয় না সে ফাঁকি—
পরিচিত আমি তার ভাষায়।