পাতা:গীতবিতান.djvu/১১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

গীতবিতান সংস্করণে (১৩৬৪ ভাই ― ১৩৭৯ পৌষ) কঞ্চিৎ সমাধা হইয়া থাকিবে। কবির রচিত গানের সংখ্যা অল্প নহে; পাঠভেদ ‘অনন্ত; মূলতঃ কতগুলি পত্রিকায়, অনুষ্ঠানপত্রে, পাণ্ডুলিপিতে, কবির আপন গ্রন্থে ও অন্যের কৃত সংকলনে এইসব রচনা বিন্যস্ত বা বিক্ষিপ্ত হইয়া আছে তাহার তালিকাও অতিশয় দীর্ঘ হইবে। কবির প্রথম বয়সে তাহার বহু রচনা যেমন অন্যের গ্রন্থে স্থান পাইয়াছে, অন্যের একাধিক রচনা যে তাঁহার গ্রন্থে স্থান পায় নাই এমন নয়; অথচ যথোচিত প্রমাণের অভাবে বা নানা প্রমাণের পরস্পরবিতায় অনিশ্চয়তা ঘুচে না। সম্পাদনকার্যে নানা ত্রুটিবিচ্যুতির সম্ভাবনা সব সময়েই আছে।

যাহা হউক, পূর্বেই বলা হইয়াছে যে, প্রচলিত গীতবিতানের প্রথম দুইটি খণ্ডে কবির যে গান বর্জিত, যে গান সংকলিত হওয়া সম্ভবপর ছিল না বা এমাদবশতঃ সংকলিত হয় নাই, সে-সবই বর্তমান তৃতীয় খণ্ডে গ্রহণ করা হইয়াছে। তাহা ছাড়া পূর্বোক্ত দুই খণ্ডে বাল্মীকিপ্রতিভা’ ও ‘মায়ার খেলার মাত্র অল্প কতকগুলি গান বাছিয়া লওয়া হইয়াছিল; বর্তমান তৃতীয় খণ্ডে সম্পূর্ণ ‘বাল্মীকিপ্রতিভা’ ও ‘মায়ার খেলা’ মুদ্রিত হইল। কেবল এই দুইটি গীতিনাট্য নয়, কবির সমুদয় গতিনাট্য ও নৃত্যনাট্যই, যাহার আদ্যন্তই প্রায় সুরে বাধা এবং প্রসঙ্গবিচ্ছিন্ন হইলে যাহার অনেকাংশের অর্থ বা কবিত্বদৌষ্ঠব -অবধারণে অসুবিধা হইতে পারে, এই সর্বশেষ খণ্ডে সম্পূর্ণতঃ সংকলন করা সংগত মনে হইয়াছে। পরিশিষ্টে নৃত্যনাট্য মায়ার খেলা (পাণ্ডুলিপি: পৌষ ১৩৪৫) এবং পরিশোধ’ (প্রবাসী: কার্তিক ১৩৪৩) মুদ্রিত হইল।

সুধীজনের নিকট বিস্তারিত ভাবে বলা বাহুল্য যে, সংগীতস্রষ্টা রবীন্দ্রনাথের সৃষ্টির পরিমাণ প্রকৃতি ও পরিণতির পূর্ণাঙ্গ অনুশীলন ও ধারণা করিতে হইলে ‘বিচ্ছায়া’ ‘গানের বহি’ প্রভৃতি প্রাচীন কোনো গ্রন্থের কবি-রচিত কোনো গানই ত্যাগ করা চলে না। বহু বচনকে সাধারণ নিছক কবিতা বলিয়া জানিলেও কবির বহু গ্রহে বহুবার সেগুলি সুর-তালের উল্লেখের দ্বারা অভ্রান্ত তারে গীতরূপেও নির্দিষ্ট; সেই গানগুলি এই গ্রন্থে সংকলন করা হইল। মুদ্রিত স্বরলিপির ঠিকানা সূচীতে দেওয়া হইয়াছে; যে ক্ষেত্রে সুরের অথবা সুর ও তালের উল্লেখ মাত্র পাওয়া গিয়াছে, সেই তথ্যই সূচীতে পরিবেশিত।