পাতা:গীতবিতান.djvu/১১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

፴ፃፉU भैछबिडांन - ७ $9&\9 এই-ষে হেরি গো দেবী জামারি । ইহাতে দ্বিজেন্দ্রনাথের ‘স্বপ্ন প্রয়া’ (অক্টোবর ১৮৭৫ ) কাব্যের জয় জয় পরব্রহ্ম’ গানটিৰ ৷ কিছু প্রভাব লক্ষ্য করা যায় । &6 O দীন হীন বালিকার সাজে। গান নহে, জাবৃত্তির বিষয়। ৬৫৫-৮২ মায়ার খেলা ৷ গীতিনাট্য। ১৮১০ শকের ( বাংলা ১২৯৫ ) অগ্রহায়ণ মাসে প্রথম প্রকাশিত। কবি ইহার বিজ্ঞাপনে জানাইয়া ছেন, ‘সখিসমিতির মহিলাশিল্পমেলায় অভিনীত হইবার উপলক্ষে এই গ্রন্থ উক্ত সমিতিকর্তৃক মুদ্রিত হইল।. আমার পূর্বাচিত একটি অকিঞ্চিৎকর গদ্যনাটিকার । নলিনী’র ] সহিত এ গ্রন্থের কিঞ্চিৎ সাদৃপ্ত আছে।... পাঠক ও দর্শকদিগকে বুৰিতে হইবে যে, মায়াকুমারীগণ এই কাব্যের অন্যান্ত পাত্ৰগণের দৃষ্টি বা শ্রুতিগোচর নহে ।” রবীন্দ্রনাথ তাহার প্রথম জীবনের এই গীতিনাট্যকে শেষ বয়সে ( ১৩৪৫ সালে ) নূতন রূপ দিয়া, পুরাতন গানকে নূতন করিয়া এবং বহু নৃতন গানও যোজনা করিয়া, নৃত্যে অভিনয় করাইবার আয়োজন করিয়াছিলেন। সেই অপ্রকাশিতপূর্ব নৃত্যনাট্য পরিশিষ্ট ১’ রূপে এই গ্রন্থে অন্যত্র মুদ্রিত হইল। | ৬৮৩-৭-৮ চিত্রাঙ্গদা। নৃত্যনাট্য। কবির পুরাতন রচনা ‘চিত্রাঙ্গদা (তাজ ১২৯৯ ) কাব্যের কাহিনী অবলম্বনে রচিত এবং কলিকাতায় ‘নিউ এম্পায়ার থিয়েটার’এ খ্ৰীষ্টীয় ১৯৩৬ সালের ১১, ১২, ১৩ মার্চ, তারিখে অভিনয়-উপলক্ষ্যে প্রথম প্রকাশিত। বিজ্ঞপ্তিতে কবি জানাইয়াছিলেন, ‘এই গ্রন্থের অধিকাংশই গানে রচিত এবং সে গান নাচের উপযোগী । এ কথা মনে রাখা কর্তব্য যে, এইজাতীয় রচনায় স্বভাবতই স্বর ভাষাকে বহুদূর অতিক্রম করে। থাকে, এই কারণে স্বরের সঙ্গ না পেলে এর বাক্য এবং ছন্দ পঙ্গু হয়ে থাকে । কাব্য-আবৃত্তির আদর্শে এই শ্রেণীর রচনা বিচাৰ্য্য নয়। যে পাখীর প্রধান বাহন পাখা, মাটির উপরে চলার সময় তার অপটুও অনেক সময় হাস্যকর বোধ হয়।’