পাতা:গীতবিতান.djvu/১১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 e \98२ ግ¢?! וסי9ר |א נ"ט-ר טאר צור 9יר fo, j s | ա * गैउबिउiन - ७ > &為a সালের প্রচার মাসিক-পত্রে এবং পরে ‘কড়ি ও কোমল’ গ্রন্থের প্রথম সংস্করণে মুদ্রিত হয়। বৈষ্ণব পদকর্তাদিগের অনুসরণে প্রাচীন ব্রজবুলিতে রচিত এই গান বা কবিতাগুলি কয়েক বৎসর ধরিয়া ‘ভারতী’তেও প্রকাশ পায়— যথা, বর্তমান গ্রন্থের ৮, ৯, ১০, ১৩, ১৪, ১৫ সংখ্যা ১২৮৪ সালে ; ১৮ সংখ্যা ১২৮৫ সালে ; ১৬ সংখ্যা ১২৮৬ সালে ; ১৭ ও ১৯ সংখ্যা ১২৮৭ সালে এবং ১১ সংখ্যা ১২৯০ সালে। মূলত: 'ভারতী’র ১২৮৪ আশ্বিন ও ১২৮৮ শ্রাবণ-সংখ্যায় মুদ্রিত দুইটি পদ– সজনি গো ) শাঙনগগনে ঘোর ঘনঘটা ইত্যাদি মরণ রে তুহু মম শ্বামসমান ইত্যাদি । গীতবিতানের পূর্ববর্তী অংশে মুদ্রিত হইয়াছে। বর্তমান খণ্ডে, যে গানগুলির স্বরলিপি ( সংখ্যা ২, ৩, ৫, ৮, ৯, ১০, ১১ ) আছে সেগুলির পাঠ স্বরলিপি-অমুসারী। স্বরলিপি-বিহীন রচনার সংকলন -কালে প্রায়শ: পরবর্তী সংহত ও মার্জিত পাঠই গৃহীত হইয়াছে। বলা প্রয়োজন— ১২-সংখ্যক গানের প্রাচীন পাঠ গহির নীদমে’ ইত্যাদি । তেমনি ১৯-সংখ্যক গানের প্রাচীন পাঠ দেখলো সজনী চাদনী রজনী' ইত্যাদি। ১২৯১ সালে মুদ্রিত মূলগ্রন্থ দ্রষ্টব্য। ১-১৩২ সংখ্যা । নাট্যগীতি ॥ বিভিন্ন নাটক বা নাট্যকাব্যের যে গানগুলি ইতিপূর্বে সংকলিত হয় নাই, সেইগুলি এই অধ্যায়ে মুদ্রিত। কোনো নাটকের না হইলেও, নাট্যগুণোপেত অন্য কতকগুলি রচনা এই অংশে স্থান পাইয়াছে। জল জল চিতা, দ্বিগুণ দ্বিগুণ ৷ যেটুকুর স্বরলিপি আছে সেই সংক্ষিপ্ত পাঠই গীতবিতান গ্রন্থে সংকলিত। দীর্ঘতর মূল রচনা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর -প্রণীত সরোজিনী’ নাটকের (১৭৯৭ শকাৰ ) অন্তর্গত এবং জহরব্ৰত-উদযাপনে উষ্ঠতা রাজপুতললনাদিগের সমবেতসংগীত । ইহার রচনা সম্পর্কে জ্যোতিরিন্দ্রনাথের উক্তি উদ্ধারযোগ্য— l