পাতা:গীতবিতান.djvu/১১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ரை গীতবিতান - ও - ! সংখ্য। ৪, ১৫, ১৬, ১৯ ) এবং তৃতীয় পরিশিষ্টে (বর্তমান সংখ্যা • ও ১৭ ) সংকলিত হইয়াছিল। এগুলি ভগ্নহৃদয়ে ‘গান’ বলিয়া নির্দেশ করা হয় নাই কিন্তু সবগুলি রবিচ্ছায়ায় এবং সংখ্যা ৫ অধিকন্তু ‘গানের বহি’তে ( ১৩• • ) ও গানে ( ১৯৩৯ ) গৃহীত। ংখ্যা ৫ ও ১৭ ( ‘সখা’ স্থলে “সখী’ আছে সত্য ) প্রথমসংস্করণ গীতবিতানের বর্জনতালিকায় অ-রাবীন্দ্ৰিক বলিয়া নির্দিষ্ট ! ) é প্রথমতঃ কাব্যগ্রন্থাবলী'র (১৩০৩) স্বচনায় ‘ছায়া' (পৃ ৯צוטרו - শিরোনামে भूमिउ स शान वजिब्रा निर्मिहे, दिउँौञ्चउः ‘णांन' ংশে (পৃ ৪৩৯ ) উহারই সংক্ষিপ্ত পাঠ সংকলিত— শেষোক্ত পাঠই গীতবিতানে তথা স্বরবিতানে সংকলিত । i ৭৭৪৷১৬ প্রথম প্রকাশ : ভারতী : কার্তিক ১২৮৬, পৃ ৩২২ । ৭৭৫১৯ ইন্দিরাদেবী -কৃত স্বরলিপি অনুযায়ী সংক্ষিপ্ত পাঠ সংকলিত। ፃፃሪo ! ২১ ও ২১ -সংখ্যক রচনা ‘রুদ্রচণ্ড’ ( ১২৮৮) নাট্যকাব্যের অন্তর্গত এবং ‘রবিচ্ছায়া’য় সংকলিত। প্রথম গান (২০) প্রাপ্ত স্বরলিপিঅনুযায়ী বর্তমান গ্রন্থে সংক্ষিপ্ত আকারে সংকলন করা হইয়াছে। ৭৭৭-৭৮ ২২-২৬ সংখ্যা ‘প্রকৃতির প্রতিশোধ’ ( ১২৯১ ) হইতে । ৭৭৭২৩ বৃদ্ধ ভিক্ষুকের গান ; নাটকের পূর্বসংস্করণে ইহা দীর্ঘতর ছিল। কাব্যগ্রন্থাবলী’তে ও পরবর্তী সংস্করণসমূহে সংক্ষিপ্ত আকারে মুদ্রিত। ৭৮•৩৩-৩৫ 'নলিনী’ ( ১২৯১ বৈশাখ ) নাটকে মূদ্রিত। ৩৩ ও ৩৪ সংখ্যক গান পরবর্তী "বিবাহ-উৎসব’ গীতিনাট্যে অঙ্গীকৃত। ৭৭৮৮৩। ২৬-৩৪ ও ৩৬-৪৫ চিহ্নিত ১৯টি গান’ বিবাহ-উৎসব গীতিনাটাে ব্যবহৃত হয় । ( ১২৯৯ ভাদ্র-আশ্বিনের ‘ভারতী ও বালক’ পত্রে ইহার প্রথম দৃপ্ত স্বরলিপি-সহ প্রচারিত। ) জানা যায় ‘কোনো পারিবারিক বিবাহ-উৎসবোপলক্ষে ইহার যৌথ রচনা।” মোট বলা আবগুক,২৬-সংখ্যক গান প্রকৃতির প্রতিশোধ (১২১১) হইতে এই গীতিনাটো লওয়া হইয়াছে।