পাতা:গীতবিতান.djvu/১১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У е в е & | h<sfirstaد - آ ৮৫৭৷৭৯ ১৩৩০ সনে ‘বিসর্জন" অভিনয়ে গাওয়া इग्न । श्ौग्न প্রফুল্লচন্দ্র (বুল) মহলানবিশের নিকট ইহার কথা ও স্বর পাওয়া গিয়াছিল। সম্প্রতি শ্ৰীমতী সাহানাদেবী এই গান টেপ-রেকর্ডে গাহিয়াছেন ; রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে তাহার সহিতও মিলাইয়া দেখা হইয়াছে। ৮৫৭৮• ইহার নানারূপ পাঠ কাব্যে নাটকে অনুষ্ঠানপত্রে ও স্বরলিপিগ্রন্থে মুদ্রিত। তন্মধ্যে দুই-একটি পাঠ’ মুদ্রণ প্রমাদ মাত্র। বর্তমান পাঠ সম্পূর্ণত ‘প্রবাহিণী’ গ্রন্থের অনুরূপ। এই গান ১৩৩০ ভাত্রে “বিসর্জন’ নাটকের অভিনয়ে গাওয়া হইয়াছিল। ৮৫৭৮১-৮২ এই দুটি হিন্দীভাঙা গান ‘অাদর্শ'-সহ পাওয়া গিয়াছে শ্ৰীসমীরচন্দ্র মজুমদার -সংরক্ষিত রবীন্দ্র-পাণ্ডুলিপিতে । ৮৫৮৮৩ ‘নবীন’ গীতাভিনয়ের সমকালে ( চৈত্র ১৩৩৭ ) রচিত এবং শ্ৰীমতী সাবিত্রীগোবিন্দের গাওয়া গ্রামোফোন রেকর্ড রূপে প্রচারিত। রবীন্দ্রসদনে সংরক্ষিত একখণ্ড জীর্ণ কাগজে মূল-সহ পূর্বোক্ত গানের এক পূর্বপাঠ পাওয়া যায়। এক-পিঠ-সাদা ওই কাগজেই আর-এক অজ্ঞাতপূর্ব ‘ভাঙা গানের খসড়া রহিয়াছে ; রবীন্দ্রনাথ যেভাবে লিখিয়াছেন মূল-সহ তাহা নিম্নে উদ্ভূত হইল ( জীর্ণ কাগজে কয়েকটি অক্ষর কেবল অনুমানগম্য এবং শেষ ছত্রের উকারও লুপ্ত )— মতুয়া, য়ে জগমে লীপটায়ো । অন্ধকারে । এ রোকয়ি নহা হা সহায়ো । রহ সংসার স্বপ্নক মায়া বিরসাভর ম ভুলায়ে ব্ৰহ্মানন্দ ছোড় ভববন্ধন মোক্ষদুয়ার অtর পারয়ো । পারাবারে