পাতা:গীতবিতান.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০
পূজা

আমার  গানে তোমায় ধরব ব’লে  উদাস হয়ে যাই যে চলে,
তোমার গানে ধরা দিতে ভালোবাসি।

১২

আমার  বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার  সুরে সুরে সুর মেলাতে।
একতারাটির একটি তারে  গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে  হার মেনেছি এই খেলাতে
তোমার  সুরে সুরে সুর মেলাতে।
এ তার বাঁধা কাছের সুরে,
ঐ বাঁশি যে বাজে দূরে।
গানের লীলার সেই কিনারে  যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয়পারাবারে  রাগরাগিণীর জাল ফেলাতে—
তোমার  সুরে সুরে সুর মেলাতে?

১৩

জীবনমরণের সীমানা ছাড়ায়ে,
বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে॥
এ মোর হৃদয়ের বিজন আকাশে
তোমার মহাসন আলোতে ঢাকা সে,
গভীর কী আশায় নিবিড় পুলকে
তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে।
নীরব নিশি তব চরণ নিছায়ে
আঁধার-কেশভার দিয়েছে বিছায়ে।
আজি এ কোন্ গান নিখিল প্লাবিয়া
তোমার বীণা হতে আসিল নাবিয়া!
ভুবন মিলে যায় সুরের রণনে,
গানের বেদনায় যাই যে হারায়ে